রবিবার, ২৬ মার্চ, ২০২৩

পূর্বধলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস উদযাপন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার পূর্বধলায় আজ রবিবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচরণ ও আলোচনা সভা, ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।,


চিত্রাঙ্কন প্রতিযোগিতা,প্রতীকী বø্যাকআউট, ৩১ বার তোপধ্বনি, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। 


গুরুত্তপূর্ণ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন/স্থাপনাসমূহে আলোকসজ্জ্বা। 


আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশ পুলিশ, আনসার ও বিডিবি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে কুচকাওয়াজ, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগিত পরিবেশন এবং ক্রীড়া প্রতিযোগীতা আয়োজন।


মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।, 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা। ,


শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযুদ্ধাগণের সংবর্ধনা এবং ইফতার মাহফিল ও উপজেলা হাসপাতাল এবং এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন।,  


শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: