রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

পূর্বধলায় এসএসসি ও সমমানের পরিক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার পূর্বধলায় আজ রবিবার এসএসসি ও সমমানের অনুষ্ঠিতব্য প্রথম দিনের পরিক্ষা শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।


এবার উপজেলায় ৩টি এসএসসি ২টি দাখিল ও ৩টি কারিগরি শাখাসহ মোট ৮টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে এসএসসি পূর্বধলা জসৎপণি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম দিনের মোট পরিক্ষার্থী ছিল ১হাজার ৫শ’২৯জন। অনুপস্থিত ছিল ১৪জন এর মধ্যে ২জন ছাত্র ও ১২জন ছাত্রী। হিরণপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিল ৫শ’জন। অনুপস্থিত ছিল ৫জন এর মধ্যে ২জন ছাত্র ও ৩জন ছাত্রী। জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিল ৫শ’ ৭৫জন। অনুপস্থিত ছিল ২জন এর মধ্যে ২জনই ছাত্রী। 


২টি দাখিল কেন্দ্রের পূর্বধলা হোছাইনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে প্রথম দিনের মোট পরিক্ষার্থী ছিল ১শ’৭৭জন। অনুপস্থিত ছিল ৬জন এর মধ্যে ৪জন ছাত্র ও ২জন ছাত্রী। কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিল ১শ’ ৯৫জন। অনুপস্থিত ছিল ২জন এর মধ্যে ১জন ছাত্র ও ১জন ছাত্রী।, 


অপর দিকে ৩টি কারিগরি কেন্দ্রের পূর্বধলা জসৎপণি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম দিনের মোট পরিক্ষার্থী ছিল ২শ’১২জন। অনুপস্থিত ছিল ৪জন এর মধ্যে ৪জনই ছাত্র। পূর্বধলা উচ্চ বিদ্যালয় কন্দ্রে মোট পরিক্ষার্থী ছিল ১শ’৩৫জন। অনুপস্থিত ছিল ১জন এর মধ্যে ১জনই ছাত্র ও ইকরা টেকনিকেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিল ১শ’৪৯জন। অনুপস্থিত ছিল ৭জন ছাত্র ও ১জন ছাত্রী। 


প্রথম দিনের পরিক্ষায় উপজেলা সদরের কেন্দ্র ও ভেন্যুসমুহ পরিদর্শন করেন পরীক্ষা তথ্যাবধায়ক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান প্রিন্স। 


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.রুহুল আলম জানান, উপজেলার ৮টি কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ ও শান্তিপূর্নভাবে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।  প্রথম দিনের পরিক্ষায় কোনো পরিক্ষার্থী বহিস্কার হয়নি।,'



শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: