বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

অবৈধভাবে খেয়াঘাট ইজারা দেওয়ায় ইউএনওকে শোকজ

পূর্বকন্ঠ ডেস্ক:  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের জগতলা (কৈজুরি-সোনাতনী) খেয়াঘাট অবৈধভাবে ইজারা দেওয়ার অভিযোগে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিনসহ দুই জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত। 
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সোহেল রানা এ আদেশ দেন। একই সঙ্গে তিনি অভিযোগের আপত্তি শুনানিকাল পর্যন্ত ওই খেয়াঘাটের ইজারা কার্যক্রম  স্থগিতের আদেশ দিয়েছেন। 


শোকজ পাওয়া  অপর ব্যক্তি হলেন- ভাটপাড়া গ্রামের শহিদ আলীর ছেলে দ্বিতীয় দরদাতা সাইফুল ইসলাম মাঝি। আদালত আগামী ২ কর্মদিবসের মধ্যে অভিযুক্তদের শোকজের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। 


সিনিয়র সহকারী জজ আদালতের সেরস্তাদার মো. আমিরুল মোমেন জানান, অবৈধভাবে খেয়াঘাট ইজারা দেওয়ার অভিযোগে গতকাল দুপুরে এই শোকজের আদেশ দিয়েছেন আদালত। এর আগে গুপিয়াখালি গ্রামের মাজাহার আলী মোল্লার ছেলে আবু বক্কার সিদ্দিক বাদী হয়ে মামলা করেন। মামলা নম্বর ১২৩/২০২৩। 


বিস্তারিত.... from Rising BD via IFTTT

শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: