দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আগুনে তিনটি দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রবিবার রাতে পৌর শহরের পুলিশ মোড় এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।,
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত রাত ১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এতে স্বপন মিয়ার পার্টসের দোকান ও বেকারি'র গোডাউন, জুনাইদ মাহমুদীর পার্টসের দোকান এবং ওমর ফারুক মিয়ার খাবারের হোটেল দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি আগুনে পুড়ে তাদের প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার এমদাদুল ইসলাম পূর্বকন্ঠকে জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।,'
খবর বিভাগঃ
ময়মনসিংহ বিভাগ
সারাদেশ
0 Please Share a Your Opinion.: