তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম (৬৯) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার বিকেলে সীমান্তবর্তী পুর্বনলুয়াপাড়া মসজিদ মাঠে সর্বস্তরের অংশগ্রহনে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাজীব-উল-আহসানের নেতৃত্বে দুর্গাপুর পুলিশ বাহিনী বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মানে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ওসি (তদন্ত) নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আবু সাঈদ, আব্দুর রাশিদ, আব্দুল আজিজ, আবুল কালাম উপস্থিত ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।,
মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, আ‘লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা আ'লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, সাবেক চেয়ারম্যার শাহীনুর আলম সাজু, দুর্গাপুর প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।,'
0 Please Share a Your Opinion.: