দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ-২ মৌসুমে ২০২২-২৩ অর্থ বছরে উফশী রোপা আমন প্রনোদনা কর্মসুচীর আওতায় ৮শ’৫০জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।
আজ রবিবার (১৮জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহায়তায় বিতরণপূর্ব আলোচনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মেফতাহোল করিম, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি আঃ হান্নান, এমপি প্রতিনিধি আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার, সুমন চৌধুরী পাভেল, আওয়ামী লীগ নেতা মো. আবুল হাসিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার অনাবাদী পতিত জমি কিংবা কৃষি জমিতে উফশী জাতের ধান রোপন করে দেশকে সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছে। সরকার ভর্তুকী দিয়ে বিনামুল্যে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করে কৃষকদের মাঝে যে সারা জাগিয়েছে তা বাংলাদেশে আর কোন সরকারই করেনি।,
0 Please Share a Your Opinion.: