পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ঢাকা থেকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া-ঝানজাইল পর্যন্ত রেলপথে একটি আন্ত:নগর ট্রেনের দাবীতে আজ সোমবার (২৬জুন) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলা হেল্প লাইন ও পূর্বধলা-দুর্গাপুর উপজেলার সচেতন নাগরিকের ব্যানারে উপজেলার পূর্বধলা রেলস্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানবন্ধনের সাথে একাত্বতা পোষণ করে বক্তব্য রাখেন, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মো. এমদাদুল হক বাবুল, পূর্বধলা প্রেসক্লাবের সহ সভাপতি মো. জুলফিকার আলী শাহীন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক গোলাম মোস্তফা, পূর্বধলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল, যুবলীগ নেতা শহিদুল ইসলাম আঙ্গুর, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন কেবিএম নোমান শাহরিয়ার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বদরুল আলম ঝুমন, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ তাইফ প্রমুখ।
ঘন্টাব্যাপী চলমান মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন, পূর্বধলা হেল্পলাইনের এডমিন ও পূর্বধলা সরকারী কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল।,
এ সময় বক্তারা বলেন, এই লাইনে একটি আন্ত:নগর ট্রেনের অভাবে পূর্বধলা, দুর্গাপুর, কলমাকান্দা, ধোবাউড়া এই চার উপজেলার হাজার হাজার যাত্রীকে ঢাকা যাতায়তের জন্য সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। তাই অবিলম্বে ঢাকা থেকে জারিয়া ঝানজাইল পর্যন্ত একটি আন্ত:নগর ট্রেন চালুর দাবী জানান তারা।,
মানববন্ধন শেষে বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা বরাবর লিখিত একটি স্মারকলিপ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স ও ঢাকাগামী বালাকা ট্রেনের পরিচালক মো. জামিল এর হাতে তুলে দেওয়া হয়।,’
0 Please Share a Your Opinion.: