শনিবার, ১৫ জুলাই, ২০২৩

পূর্বধলায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ও পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার পূর্বধলায় একটি ভাসমান ট্রলার সাঁতরিয়ে তীরে আনতে গিয়ে পানিতে ডুবে আব্দুল হালিম খান (৩০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।


আজ শনিবার (১৫জুলাই) বিকাল আড়াইটার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া বালুঘাটা ব্রীজের পাশে মতিয়ারা নামক ডোবায় এ দুর্ঘটনা ঘটে।


নিখোঁজ আব্দুল হালিম উপজেলার ঘাগড়া ইউনিয়নের রামকান্দা গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে।


এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের লোকজনসহ ডুবুরী দলের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।


অপর দিকে আজ শনিবার দুপুরে উপজেলার হোগলা ইউনিয়নের পাটরা-দামপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন কংস নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।


দিকে নিখোঁজ আব্দুল হালিমের ব্যাপারে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রামকান্দা গ্রামের আব্দুল হালিম খান, লিটন মিয়া, শুক্কুর আলী,সাদ্দাম ও গিয়াস উদ্দিন তাদের যৌথ মালিকানায় তৈরী একটি ইঞ্জিনচালিত ট্রলার  (নৌকা) নিয়ে বিকাল দুইটার দিকে জারিয়া নামক স্থানে জনৈক সেলিম খানের ইটখলায় আসেন ইট কিনতে। এ সময় তারা  ইটখলার পাশে ওই ডোবায় নৌকাটি রেখে খলায় ইট দেখতে যান। হঠাৎ দেখেন তাদের নৌকাটি বাতাসে ভেসে যাচ্ছে। তাদের মধ্য থেকে আব্দুল হালিম দৌঁড়ে গিয়ে সাঁতরিয়ে নৌকা আনতে গেলে পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। 


প্রত্যক্ষদর্শী লিটন মিয়া জানান, তাদের চোখের সামনে তার চাচা আব্দুল হালিমকে ডুবে যেতে দেখে তাৎক্ষনিক তারা সাঁতরিয়ে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে আর উদ্ধার করতে পারেননি।


পূর্বধলা ফায়ার সার্ভিসের লিডার মো. আবু সাঈদ জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে গিয়ে আশপাশে জাল দিয়ে দীর্ঘ সময় খুঁজার পরও উদ্ধার করতে পারেননি। পরে ডুবুরি দলকে খবর দেন।


ময়মনসিংহ ডুবুরি দলের প্রধান মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তারা বিকাল ৫টার দিকে ৪ সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। তিনি জানান, ডোবাটি গভীরতা বা বিস্তৃতের দিক দিয়ে তেমন বড় না হলেও ডোবাটির তিন দিকেই রয়েছে বিশাল জলাশয় (বিল) । ধারণা করা হচ্ছে  স্রোতের তোড়ে লাশ ওই বিলে চলে গেছে। তবুও আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। 


অজ্ঞাতনামা লাশের ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিককে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে।  লাশে আংশিক পচন ধরেছে গেছে।  ধারণা করা হচ্ছে উজান থেকে ভেসে আসা লাশটি আনুমানিক ৪/৫ দিন আগের হবে।  



শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: