পূর্বধলা ( নেত্রকোনা ) সংবাদদাতা : যে যেখানে আছি ভাই, পূর্বধলা পৌরসভা চাই, এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার ( ৫ জুলাই ) দুপুরে বাতিলকৃত পৌরসভা পুণর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নাগরিক কমিটির আয়োজনে র্প্বূধলা প্রেসক্লাব, পূর্বধলা হেল্পলাইন ও আজকের আরবান এর উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির আহ্বায়ক, আজকের আরবান অনলাইন প্রকাশনার প্রকাশক-সম্পাদক ও পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও নাগরিক কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলী শাহীন, সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, প্র্বূধলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, পূর্বধলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বদরুজ্জামান মিন্টু, প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল, র্প্বূধলা হেল্পলাইন এর ক্রিয়েটর এডমিন কেবিএম নোমান শাহরিয়ার প্রমূখ।
মানববন্ধন শেষে নাগরিক কমিটির সভাপতি সৈয়দ আরিফুজ্জামান স্বাক্ষরিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, নেত্রকোনা জেলা প্রশাসক ও পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করা হয়।,
উল্লেখ্য, গত ২০০৫ সালে নেত্রকোনার পূর্বধলাকে পৌরসভায় উন্নীত করা হয়েছিল। পরবর্তীতে পৌর প্রশাসক নিয়োগের মাধ্যমে দীর্ঘদিন এর কার্যক্রম চলমান থাকে। পরবর্তীতে গত ২০১০ সালের ১৮ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে পৌরসভাটি বাতিল ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে সীমানা পূনর্গঠনের দাবি তুলে পৌরসভা বাতিল করা হলেও এখন পর্যন্ত সীমানা পুননির্ধারণের মাধ্যমে পৌরসভা পুনঃপ্রতিষ্ঠার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।,'
0 Please Share a Your Opinion.: