বুধবার, ৩১ জুলাই, ২০২৪

পূর্বধলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : "ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপিত হয়েছে।

আজ বুধবার (৩১ জুলাই) সকালে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পোণামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা মৎস্য অফিসার মো. বদিউজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ আল আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. নিজাম উদ্দিন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, রাজধলা বিল মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস প্রমুখ।


এর আগে গত মঙ্গলবার বিকেলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা মৎস্য অফিসার মো. বদিউজ্জামান সপ্তাহব্যাপী আয়োজিত নানা কর্মসূচির কথা সাংবাদিকদের অবহিত করেন।



শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: