নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইমাদ উদ্দিন রকিব (৪৪) নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) সকালে সিন্দুরখার ইউনিয়নের তেলিআবদা কোনাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমাদ উদ্দিন রকিব ওই তেলিআবদা কোনাগাঁও গ্রামের আজিম উদ্দিন এর ছেলে।,
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সিন্দুরখার ইউনিয়নের তেলিআবদা কোনাগাও গ্রামের খলিল মিয়া ও আজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে গ্রাম্য সালিসে সমাধান না হয়ে আদালতে মামলাও হয়।,
শুক্রবার সকালে আজিম উদ্দিনের তিন ছেলে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে উভয় পক্ষ বিবাদে জড়ায়। এক পর্যায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আজিম উদ্দিনের ছোট ছেলে ইমাদ উদ্দিন রকিব ও হেলাল উদ্দিন আহত হয়।
আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষনা করেন।,
হেলাল উদ্দিনকে গুরুতর আহতবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, মৃত দেহটি ময়নাতনদের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞেসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে হয়েছে। ’এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।;
0 Please Share a Your Opinion.: