রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

পূর্বধলায় কালী মন্দিরে হামলা, আটক ১

শফিকুল আলম শাহীন : নেত্রকোনার পূর্বধলায় কালী মন্দিরে হামলার অভিযোগে নেপাল চন্দ্র ঘোষ (৩২) নামের এক ব্যক্তিকে আজ রোববার সকালে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। 

এর আগে শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়া কালী মন্দিরে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী নেপাল চন্দ্র ঘোষ ঐ ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামের মৃত সুধীর চন্দ্র ঘোষের ছেলে।


স্থানীয় কয়েকজন জানান, শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মন্দিরে হামলা হয়েছে- মন্দিরে হামলা হয়েছে; এমন ডাক চিৎকারে তাদের ঘুম ভাঙ্গে। তখন তারা দৌঁড়ে এসে দেখেন মন্দিরের দান বাক্স ভাঙা ও মন্দিরের পাশেই ওই ব্যক্তিকে আটকে রাখা হয়েছে।


স্থানীয় অপর এক বাসিন্দা কৃষ্ণ বর্মণ জানান, প্রায় ৭/৮ জন দুর্বত্ত মন্দিরে হামলা ও ভাংচুর করতে এসেছিল। প্রথমে তারা টাকা নেওয়ার উদ্দেশ্যে ইট ও ঢালাইয়ের তৈরী দানবাক্স ভাঙার চেষ্ঠা করে। তখন ঐ ভাঙার শব্দে মন্দিরের আশপাশের লোকজন এসে তাদের তাড়া করে একজনকে আটক করে। এসময় অপর ৬/৭জন পালিয়ে য়ায়।,     

 

মন্দির কমিটির সভাপতি শ্যামল বর্মণ জানান, আমি ব্যবসায়িক কাজে উপজেলা সদরে থাকি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে দেখি মন্দিরের দানবাক্স আংশিক ভাঙ্গা ও নেপাল আটক। তবে যেটুকু জানতে পেরেছি তারা দানবাক্সের টাকা নেওয়ার পর মন্দিরে অগ্নিসংযোগের পরিকল্পনায় এসে ছিল। তবে কি কারণে তারা এমনটি করতে চেয়েছিল তা আমাদের জানা নেই।

  

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু বলেন, রাতেই আমি ঘটনাটি শুনেছি। ‘দেশকে অস্থিতিশীল করার পায়তারা হিসেবে দুর্বত্তরা এমনটি করতে পারে।,


পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান জানান, ঘটনাটি আমি শুনেছি। জেলায় মেটিং থাকার কারণে ঘটনাস্থলে যেতে পারিনি। আমাদের পূর্বধলা অনেক শান্ত। হয়তবা দানবাক্সের টাকা নেওয়ার জন্য এসেছিল এমনটিও হতে পারে। তাছাড়া বিষয়টি পুলিশ ভালো বলতে পারবে। 


পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বকন্ঠকে জানান,  কালী মন্দিরের দানবাক্স ভাঙার অভিযোগে জনতা একজনকে আটক করে পুলিশে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ‘আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।,’



শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: