সোমবার, ১৩ মার্চ, ২০২৩

পূর্বধলায় ল্যাপটপ পেল ১৭৪ শিক্ষাপ্রতিষ্ঠান

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পিইডিপি-৪ এর আওতায় বিদ্যালয় গুলোতে এ  ল্যাপটপ বিতরণ করা হয়।

“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা শিক্ষা অফিস উপজেলা পরিষদ মিলনায়তনে এ  ল্যাপটপ বিতরণের আয়োজন করে।, 

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব ল্যাপটপ তুলে দেন ।,

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুল হক।, 

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. নিজাম উদ্দিন প্রমুখ।,  


শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: