মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

পূর্বধলায় শিক্ষার্থীদের মাঝে ওসি’র সচেতনতামূলক প্রচারণা

শফিকুল আলম শাহীন: নেত্রকোনার পূর্বধলায় স্কুল শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।  আজ মঙ্গলবার (১৪মার্চ) সকালে উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে  তিনি বলেন, সরকারি বিধি নিষেধ মেনে সকল শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হবে।  কিশোর গ্যাং, বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক, যৌতুক নির্যাতনসহ সামাজিক অপরাধ নির্মূলে তোমরা সরাসরি আমার ০১৩২০১০৪৩১৫ নম্বরে যোগাযোগ করবে।  এ ছাড়া ৯৯৯ যোগাযোগ করতে পারবে। 


মনে রাখতে হবে তোমাদেরকে বড় হতে হবে।  তোমরা আজকে ছাত্র একদিন এ দেশের হাল ধরবে, তোমাদেরকে এখন থেকেই  সেভাবে গড়ে উঠতে হবে।  রাতে আড্ডা দেয়া থেকে বিরত থাকতে হবে।  তোমাদের  এখন থেকে স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে।  আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। 


মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেভাবে সরকার কাজ করে যাচ্ছে এ জন্য আগেই সবাইকে শিক্ষিত হতে হবে।  তবেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।


শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: