মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

পূর্বধলায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার পূর্বধলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ (আউশ), রাসায়নিক সার ও পাট বীজ বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (২৮শ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২৩ খরিফ-১ মৌসুমে আউস ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা কৃষি  সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল হক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজ প্রমুখ।,

  

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম জানান, উপজেলায় ৫শ’ কৃষকের মাঝে বিনামূল্য ১ বিঘা করে জমির জন্য জনপ্রতি ৫ কেজি ধান বীজ (আউশ), ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও ৩শ’ কৃষকের মাঝে জনপ্রতি ১কেজি করে পাট বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।, 


শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: