মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

আজ থেকে ঈদের ৫ দিনের ছুটি শুরু

পূর্বকন্ঠ ডেস্ক:  শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের টানা ছুটি। তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরও একদিন বাড়বে।,


বুধবার (১৯ এপ্রিল) পবিত্র শবে কদরের সরকারি ছুটি। সেই হিসেবে বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকার কথা। কিন্তু ২০ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে গত ১০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তাই ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস ছিল মঙ্গলবার। ,


চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার (২২ বা ২৩ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ,


ঈদের ছুটিতে দূর-দূরান্তে প্রিয়জনদের সঙ্গে নির্বিঘ্নে যাতে ঈদ করতে যেতে পারেন সেজন্য শবে কদর ও ঈদের ছুটির মাঝখানে একদিন কর্মদিবসেও ছুটির ব্যবস্থা করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ,


এ বছর রোজা ২৯ দিন ধরে ২২ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। এ ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল ঈদের ছুটি থাকবে। 


২০ এপ্রিল ছুটি ঘোষণা হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।  যদি রমজান মাস ৩০ দিন হয় সেক্ষেত্রে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল। তখন ছুটি একদিন বাড়বে। ২৪ এপ্রিলও ছুটি থাকবে। ,'



সূত্র: বার্তা২৪.কম

শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: