পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা শাখার নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। জামায়াতের উদ্যোগে আজ রবিবার (১১ আগষ্ট) পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার আমীর মাহফুজুল হক খান নয়ন।,
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও সাবেক পূর্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুম মোস্তফা, জামায়াতের রোকন ও সাবেক উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: হাফিজ উদ্দিন, জামায়াতের পূর্বধলা সদর ইউনিয়ন শাখার সভাপতি তাজুল ইসলাম বাবুল, পূর্বধলা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা বলেন, প্রায় ১৬ বছর পর আজ মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। ,
এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে জনমানুষের কল্যানে কাজ করে যেতে চাই। তিনি আরও বলেন, সরকার পতনের পরপরই পূর্বধলায় কিছু অনাকাংখিত, অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এ ধরণের অনাকাংখিত ঘটনা প্রতিরোধে জামায়াতের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সকল নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছে। পরাজিত দলের একটি পক্ষ ফায়দা লুটার জন্য এলাকায় নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে। তাদের এমন অপতৎপরতা রোধে সবাইকে সতর্ক থাকবে হবে। জামায়াতের নেতা কর্মীরা দেশকে ভালবাসে, দেশের মানুষকে ভালবাসে।,
উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সম্প্রদায়ের লোকজনের উপর যাতে কোন প্রকার হামলা করতে না পারে এবং ধর্মীয় উপসনালয়ে হামলা করতে না পারে সে জন্য পূর্বধলা উপজেলা জামায়াতের কর্মীরা সতর্ক রয়েছে। বক্তব্যের শুরুতেই একাত্তরের বীর শহীদদের ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। তাছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী আহতদের চিকিৎসার ব্যবস্থা করা ও দ্রুত সুস্থ্যতা কামনা করে আগামীর দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে বলে জানান জামায়াতের নেতা কর্মীরা। ,
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুল আলম শাহীন, সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, দৈনিক ইকরা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুজ্জামান শফিক, সিনিয়র সদস্য সাংবাদিক নূর উদ্দিন মন্ডল দুলাল, ডা. মো. শহিদুল্লাহ, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আল মনসুর, দপ্তর সম্পাদক মো. মোস্তাক আহমেদ খান, সদস্য বিডি ২৪ লাইভ এর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ সাকিব, সাংবাদিক জিয়াউর রহমান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ওয়াসিম সরকার, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মোরসালিন আহমেদ মুসা, আজকের আরবান এর স্টাফ রির্পোটার নাহিদ আলম, দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, দৈনিক আজকের বসুন্ধরা উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক ভোরের অপেক্ষার উপজেলা প্রতিনিধি মজিবুর রহমান তালুকদার প্রমূখ।,
এ সময় জামায়েত নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাও: শহিদুল ইসলাম, মো: নজরুল ইসলাম, মাও: সিদ্দিকুর রহমান, মো: মঞ্জুরুল হক, মো: হাবিবুর রহমান খান, এমাদদুল হক বাচ্ছু, আজিজুল ইসলাম খোকন প্রমুখ। ‘অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াত নেতৃবৃন্দ।,’
0 Please Share a Your Opinion.: